ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেয়ার ঘটনায় আটক ৭
সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে র্যাব। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান র্যাব-১৪।
আটকরা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব জানায়, দিপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলা করেন। পুলিশ জানায়, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।