হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কালিয়াকৈরে বিক্ষোভ
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কতৃক জুলাই অভ্যুস্থানের মহানায়ক ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের মুলহোতা ও জরিতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে সফিপুর বাজার ও এলাকাবাসীসহ তৌহিদি জনতা।
মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাহেদ মেরাজের সঞ্চালনায় উপজেলার সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি উমর ফারুখ কাশেমী, জেলা গণঅধিকার পরিষদের আহব্বায়ক পাঠান আজহার, জেলা শিবিরের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, আল মামুন, মৌচাক ইউনিয়ন জামায়াতের আমির আনিসুর রহমান আনাস, আব্দুল মান্নান, হাসান মিয়াজি, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক গোলাম রব্বানী ও মোঃ ছিয়াম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা জানায় ভারতীয় দালালের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আ,লীগের সন্ত্রাসীরা আমাদের ভাই জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র ওসমান হাদিকে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এর ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও ভারত কোনদিন আমাদের দেশের ভালো চায়নি। এ বিচার না হওয়া পর্যন্ত ভারত দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
তারা হাদিকে মারতে যে সময় নিয়েছে দেশের আইনসংস্থা ,গোয়েন্দা সংস্থার চোখ ফাকি দিয়ে কিভাবে ভারতে পালিয়ে গেলো। ভারতের প্রতি আহবান জানাই দ্রুত হাদির হত্যাকারিদের বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
এসময় সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে র্মডান হাসপাতালের সামনে এসে শেষ হয়। এসময় পায় পাচ শতাধিক জনতা এতে অংশ নেয়।
উল্লেখ গত ১২ ডিসেম্বর দুপুরে জুম্মা নামাজের পর নির্বাচনী গণসংযোগের জন্য অটোরিকসা যুগে রাজধানীর বিজয় নগর এলাকায় গেলে পিছন থেকে মোটরসাইকেলে থাকা দুই আরোরী হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে আহত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপতালে আইসিউতে ভর্তি থাকার পর সিঙ্গাপুর হাসপতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।