বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনার মদনে বিজয় দিবসে কলেজে উত্তোলন হয়নি পতাকা

নেত্রকোনা প্রতিনিধি: মহান বিজয় দিবসে নেত্রকোনার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে উত্তোলন হয়নি জাতীয় পতাকা এতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের ক্ষোভ।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সরজমিনে হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে গিয়ে দেখা গেছে  দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

মহান বিজয় দিবসে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে মদনে। এখানে খোদ সরকারি হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে প্রতিষ্ঠানেই নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন না করার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন।

বিশেষ এই দিনটিতে খোদ সরকারি কলেজটিতে যথা সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় বীর মুক্তিযোদ্ধা  মতিউর রহমান,ক্ষোভ জানিয়ে বলেন, বিজয়ের ৫৪ বছরের এ দিবসটিতে হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে  জাতীয় পতাকা নেই, এই প্রশ্ন  কলেজের অধ্যক্ষর  কাছে আমাদের! বীর মুক্তিযোদ্ধা  হাফিজুর রহমান সাগর  এ আতাউর ইসলাম তৌহিদ  ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুব নেতা আব্দুল  বলেন, এটি খুবই অন্যায়। আমরা জানি স্বস্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারের ঘোষণার পরেও আমরা কতিপয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখতে পারছি না। এটা খুবই দুঃখজনক ও লজ্জাস্কর বিষয়।

স্থানীয় ব্যবসায়ী মোঃ এস কে খলিল  বলেন, হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে  পতাকা নাই। এখানে জাতীয় পতাকা থাকা আবশ্যক। আমাদের চোখে পড়েছে পতাকা না টানানোর বিষয়টি, তবে দ্রুত টানানো উচিৎ।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির বলেন , হাজী সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছেনা, তাদের কি পতাকা উত্তোলনে কোন বিধি নিষেধ আছে নাকি নিতান্ত অবহেলার কারণে পতাকা উত্তোলন করেননি।

এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গিয়াস উদ্দিনের সাথে মুঠোফোনের যোগাযোগ করলে, তিনি কমিটির কথা বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেন যে, পরবর্তীতে পতাকা টানানো হয়েছে।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও)বেদবতী মিস্ত্রি কাছে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বিষয় টি তিনি দেখছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়