বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উ‌লিপু‌রে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়নে ৭৪৭টি শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতকালীন বস্ত্র সহায়তা প্রদান। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, উলিপুর-এর বাস্তবায়নে গত ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়নের শীতার্ত দরিদ্র বিশেষত বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তির ৭৪৭টি পরিবারের মাঝে শীতকালীন বস্ত্র প্রদান করা হয়েছে।

প্রতিটি পরিবারকে দেয়া প্যাকেজে ছিল কম্বল- ১টি, সোয়েটার- ৪টি, মাংকি ক্যাপ- ৪টি, মোজা- ৪ জোড়া, পেট্রেলিয়াম জেলি (৫০ মিলি)- ৪টি। গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভু’মি)  এস এম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব কে এম মাসুদুর রহমান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ। তিনি মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং দরিদ্র শীতার্ত মানুষেরা এরফলে তীব্র শীত হতে রক্ষা পাবে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য যে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, উলিপুর-এর বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ও রায়গঞ্জ ইউনিয়ন এবং লালমনিরহাট উপজেলার আদিতমারী উপজেলার পলাশী ও মহিষখোচা ইউনিয়ন, হাতিবান্ধা উপজেলার সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী ইউনিয়নের সর্বমোট ১৮২২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়