বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৮ বছর পর সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক হলেন প্রফেসর ফেরদৌসী আরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেড় যুগ পরে উৎসব মুখোর পরিবেশে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ফেরদৌসী আরা। তিনি ভোট ৬০ পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও ৫৮ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. রকিবুল ইসলাম। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৭ জন। উল্লেখ্য, শিক্ষক পরিষদের নির্বাচনে অধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। 

এই নির্বাচনকে ঘিরে দিনভর ছিলো কলেজ চত্বরে আনন্দ ঘন পরিবেশ। সকল শিক্ষক শিক্ষকারা দির্ঘদিন পর তাদের মুল্যবান ভোট প্রয়োগ করতে পেরে অনেক খুশি। তারা জানান, স্বাধীন দেশে স্বাধীন ভাবে প্রতিটি পরিষদ চলবে। সব জায়গাতে থাকবে স্বাধীন পরিবেশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়