পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে যুক্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা: গভর্নর
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারাও যুক্ত হবেন। এতে তাদের পণ্যের বাজার সম্প্রসারিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিসিক আয়োজিত এক কর্মশালায় এই কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ২৫ হাজার কোটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। কিন্তু নানা কারণে এই অর্থ বিতরণ করা যাচ্ছে না। এ সময় পণ্য উৎপাদনের আগে বাজারজাতের ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দেশের উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি। কিন্তু তারা সেভাবে গুরুত্ব পায় না। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বিতরণে জটিলতা নিরসনের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা প্রায় দেড় লাখ। এর বাইরে সারাদেশে আরো কয়েক লাখ ক্ষুদ্র উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা খাদ্য পোশাকসহ বিভিন্ন ধরনের হস্ত শিল্প এবং সৌখিন পণ্য উৎপাদন করেন। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা পণ্যের বাজারজাতকরণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।