নাসির নগরে প্রেমের জেরে এক যুবককে পরিকল্পিত হত্যা
মো: সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে প্রেম ঘটিত বিরোধের জেরে মোকতার হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে মাজু মিয়ার দোকানের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মোকতার হোসেন কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোকতার হোসেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া এলাকার রাব্বানীর মেয়ে শিউলি আক্তারের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক মোকতার হোসেনের, এ বিষয়ে দুই পরিবার জানাজানি হলে ছেলের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায় মেয়ের বাড়িতে, কিন্তু মেয়ের পরিবার সেটা প্রত্যাখ্যান করে এবং উল্টো ছেলের নামে কোর্টে মামলা করে, গেল এক সপ্তাহ আগে এ মামলার বিষয়ে গ্ৰাম্য সালিশের মাধ্যমে রায় দেওয়া হয় তারা মামলা উঠিয়ে নিবে, কিন্তু আজ দুপুরে পরিকল্পিত ভাবে মেয়ের বড় ভাই সহ ছয় জন মোকতারকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।
ছেলের বাবা ইসলাম উদ্দিন বলেন, আমি আমার ছেলে হত্যার সবোর্চ্চ দৃষ্টান্তমূলক বিচার চাই, আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুহেল শিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।