ফেব্রুয়ারির আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চাই: খাদ্য উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। তাই এর আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, বোরোতে রেকর্ড পরিমাণ সংগ্রহ হয়েছে। তবে সবকিছু হিসেব করে ধান উৎপাদনে কিছু পরিমাণ ঘাটতি থাকে। যার কারণে আমদানি করতে হয়। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।
তিনি আরও বলেন, আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। আগে সংগ্রহের ক্ষেত্রে ধান চালের মধ্যে আনুপাতিক হারে ব্যবধান থাকতো। এবার তা হবে না। এটি কৃষকদের উৎসাহিত করছে। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী ৫০ থকে ৫৫ লাখ উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আজ থেকে আমন সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা সাত লাখ টন। এর মধ্যে ৬ লাখ টন সিদ্ধ চাল, পঞ্চাশ হাজার টন ধান ও পঞ্চাশ হাজার টন আঁতব চাল। প্রতি কেজি ধান ৩৯ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।