সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না, নেতানিয়াহুর হুঁশিয়ারি

সংবাদের আলো ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া গাজা বেসামরিকরণ ও হামাসের যোদ্ধাদের নিরস্ত্র করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (১৬ নভেম্বর) এক সরকারি বৈঠকে নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। গাজাকে বেসামরিকরণ করা হবে এবং হামাস নিরস্ত্র হবে। সহবে বা কঠিনভাবে হোক। এ নিয়ে আমার কোনো স্বীকৃতি, টুইট বা লেকচারের দরকার নেই।”তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতির চুক্তিসহ অন্য সবকিছুতে আছে গাজাকে অস্ত্রমুক্ত এবং হামাসকে নিরস্ত্র করা হবে।”

“ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আমাদের অবস্থান: জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোনো ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে বিরোধীতা আমরা করি, সেটি অব্যাহত আছে। আমাদের এ অবস্থানের এক বিন্দুও পরিবর্তন হয়নি।”

এদিকে গাজায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয় প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে দখলদার ইসরায়েল।

এরমধ্যে সৌদি আরব আবার যুক্তরাষ্ট্রের থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে— সৌদি যদি এফ-৩৫ চায় তাহলে তাদের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এতে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

গত মাসে এক ফোনকলে সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্প জানান, এখন যেহেতু গাজার যুদ্ধ শেষ হয়েছে, তাই সৌদি চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তিনি আশা ব্যক্ত করেন, সৌদি-ইসরায়েল শিগগিরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।

সূত্র: আলজাজিরা, এক্সিওস

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়