পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে চলে গেছে। তাই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। দুর্ভাগ্যবশত দেশের সবচেয়ে গতিশীল ইসলামি ব্যাংকও ফোকলা করা হয়েছিল। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে গতিশীল ও সমৃদ্ধ করতে স্বচ্ছতার বিকল্প নেই। এর জন্য বিনিয়োগকারী, আমানতকারী, কর্মকর্তা- কর্মচারীসহ সবার অংশগ্রহণ প্রয়োজন। এ সময় সুশাসন নিশ্চিত করা গেলে একীভূতকরণ দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তারা বলেন,সুশাসন নিশ্চিত করা না গেলে ব্যাংকিং ব্যবস্থা টেকসই করা কঠিন। প্রচলিত ব্যবস্থার চেয়ে ইসলামি ব্যাংকিং ভিন্ন। কিন্তু তদারকি ব্যবস্থা প্রচলিত ব্যবস্থার চেয়ে শক্তিশালী। টিকে থাকতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামিক ব্যাংকিং সম্পর্কে সকলকে ধারণা দেয়া উচিৎ। ইসলামী ব্যাংকিংয়ে কিভাবে মুনাফা দেয়া হয় এবং বন্টন করা হয় তা প্রকাশ করা উচিত। এটি প্রকাশ করা হলে গ্রাহকদের মধ্যে ধারণা তৈরি হবে।
বর্তমানে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। গত ৫ নভেম্বর পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’নামে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংকটি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।