শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঐতিহ্যবাহী শিল্পকলা প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: ভেড়ামারার কাচারিপাড়া চার রাস্তার মোড় সংলগ্নে অবস্থিত ঐতিহ্যবাহী শিল্পকলা প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫। আজ শুক্রবার সকাল ১০টায় প্রকৃতি আর্ট গ্যালারি হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কোমলমতি শিশু, কিশোর ও কিশোরীরা বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের পরিচালিকা রুকসানা রহমান জানান, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, “প্রকৃতি ফাইন আর্টসের ক্ষুদে চিত্রশিল্পীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। তাদের এই অগ্রযাত্রা আমাদের গর্বিত করে। দিনব্যাপী রং-তুলির মেলায় উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে আর্ট গ্যালারি প্রাঙ্গণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়