নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশাল মিছিল
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় সাবেক জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশাল মিছিলের আয়োজন করে কেন্দুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমী বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভা শেষে কেন্দুয়ার ১৩ ইউনিয়ন থেকে আগত ৫ হাজারের বেশী নেতা কর্মী নিয়ে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে কেন্দুয়া উপজেলা খেলার মাঠে এসে শেষ হয়।
পরবর্তীতে রাখেন দিলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, তিনি তার বক্তব্যে বলেন আমি আমার নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ আহবান কেন্দুয়া আটপাড়ার মানুষের চাহিদা মোতাবেক আপনি নমিনেশন পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিবেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।