শেরপুর শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের সজবরখিলা শহরের ক্যাম্পাসে শাহীন শিক্ষা পরিবার এর এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুই শিফটে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাহীন স্কুল শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করে জানান, এবার শেরপুরের ৫ উপজেলার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১২শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পরিদর্শক হিসবে ৩৬ জন পরিদর্শক, কেন্দ্র সচিব ১জন, হল সুপার ১জন, শিক্ষক ১৬ জনসহ নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা দায়ীত্ব পালন করেন। বিজয়ী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার, নগদ অর্থ এবং ক্রেস্ট উপহার হিসেবে থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।