রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, আছে নির্যাতনের চিহ্ন

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এদিকে, ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হয়েছেন।জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি পরে মারা গেছেন।

এদিকে, মধ্য গাজার সিভিল ডিফেন্স কর্মীরা আজ-জাহরা এলাকার আবু মেদেইন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান কয়েকটি ভবনে হামলা চালায়।

তবে জানা গেছে, ফিলিস্তিনি বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়