বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাতি, ১০ লাখ টাকার স্ক্র্যাপ মালামাল লুট

এ জেড় ভূঁইয়া, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসএইচ এন্টারপ্রাইজ নামে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে সংঘবদ্ধ ডাকাত দল১০ লাখ টাকার স্ক্র্যাপ লুট করেছে ২১অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কদম রসুল সমুদ্র উপকূলীয় এলাকায় এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে দূদর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ঘটনার বিষয়ে শিপইয়ার্ডে কর্মরত মোঃমহসিন জানান,সংঘবদ্ধ ডাকাতদল একটি লাল এবং একটি সাদা দুইটি বোট নিয়ে এসে এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডের সীমানায় প্রবেশ করে এ সময় কর্তব্যরত ইয়ার্ডের বোটে দুই পাহারাদার আয়াতুল্লাহ(২৪),নাসির উদ্দিন (৫০) ও মাঝি হরিমোহন দাশ(৪২) বাধা দিলে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল জাহাজ থেকে লোহার পর্দা, পাইপ গাডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল লুট করে নিয়ে যায় যার মূল্য প্রায় ৮ থেকে১০ লাখ টাকা হব।

ডাকাতের উপস্থিতি ফোনে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়েও ডাকাতি রোধ ও ডাকাত দল কে পাকড়াও করতে ব্যর্থ হয়। ঘটনার পর ডাকাতদের আঘাতে আহত কর্মচারীদের উদ্ধার করে নিকটস্থ ভাটিয়ারী বিএসবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ইয়ার্ড মালিক মো.কামাল উদ্দিন আহমেদ এর সাথ কথা হলে তিনি বলেন,এমন ঘটনা আগে কখনো হয়নি ব্যাপার টা অকল্পনীয়।

পুলিশ ৬ রাউন্ড গুলি ছোঁড়ার পরও ডাকাতরা যায়নি।ডাকাতরা আমার প্রায়৮/১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার এস আই মোঃ খায়ের উদ্দিন বলেন ফোন পেয়ে রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হলে ছুটে যায়। ডাকাত দল আমাদের লক্ষ্য করে গুলি ছুটলে আমরাও বাধ্য হয় গুলি ছুটতে।এতে কে হতাহত হয়নি। ডাকাতি রোধ ও ডাকাত দল কে পাকড়াও করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়