সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে বিনামূল্যে বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা চলতি বোরো মৌসুমে আরও বেশি ফলন অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‎“সরকার ব্যাপক পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে আপনাদের জন্য এই প্রণোদনার ব্যবস্থা করেছে। আজ যারা সার ও উন্নত জাতের বীজ বিনামূল্যে পাচ্ছেন, আশা করছি আপনারা এগুলো যথাযথভাবে ব্যবহার করবেন। এর ফলে তাড়াশ উপজেলায় আগামী মৌসুমে ফসল উৎপাদন আরও বাড়বে।

”‎উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের মাধ্যমে তাড়াশের কৃষকরা আগামী মৌসুমে অধিক ফলন ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়