ফিলিস্তিনে এতিমদের সেবা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল


সংবাদের আলো ডেস্ক: পশ্চিম তীরের হেবরন শহরে এতিমদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি নামের দাতব্য সংস্থাটির অফিসের সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
সংস্থাটির আইনি উপদেষ্টা আবদুল করিম ফারাহ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ইসরায়েলি বাহিনী ইসলামিক চ্যারিটেবল সোসাইটি-র প্রশাসনিক কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মীদের কয়েক ঘণ্টা আটক রাখে। তিনতলা ভবনের উপরের তলায় এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, আল-হাওজ এলাকায় অবস্থিত অফিসগুলোতে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও অন্যান্য অফিস সরঞ্জাম জব্দ করে ভবনটি সিলগালা করে দেওয়া। তবে সংস্থাটি কেন বন্ধ করা হলো বা কতদিন বন্ধ থাকবে এসব বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি বাহিনী।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থা এতিম শিশুদের তত্ত্বাবধানের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্কুল এবং হাফেজখানা পরিচালনা করে আসছিল।
সংস্থার ওয়েবসাইটের তথ্য মতে, এটি পশ্চিম তীরের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা, যা প্রায় ৬,০০০ এতিম শিশু ও ২,০০০ পরিবারের সহায়তায় কাজ করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানের মাত্রা বেড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১,০৫৬ জন ফিলিস্তিনি নিহত, ১০ হাজারের বেশি আহত এবং ২০ হাজার জনেরও বেশি আটক হয়েছে বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।