সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাসকে নিরস্ত্র করার বিকল্প নেই’

সংবাদের আলো ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হামাসকে নিরস্ত্র করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই প্রক্রিয়া বাস্তবায়নে আরব রাষ্ট্রগুলোকে গাজায় নিরাপত্তা জোরদারে সহায়তা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এ তথ্য। 

এক বিবৃতিতে জেডি ভ্যান্স বলেন, গাজায় এখন কি পরিস্থিতি চলছে, আমরা তা পর্যবেক্ষণ করতে চাই। খুব শীঘ্রই হয়তো আমাদের কোনো প্রতিনিধি সেখানে যাবে। আমিও যেতে পারি। তবে আমাদের হামাসকে নিরস্ত্র করতে হবে। এটা বেশ জটিল। যদি হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়, তবে ইসরায়েল তো থেমে থাকবে না। 

এর আগে, গতকাল যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা করার কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করে ইসরায়েল। হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোয় পাল্টা অভিযানে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)— এমন দাবি তেলআবিবের।

অপরদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গাজায় টানা ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। এ সময়, ওয়াশিংটন ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়