বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ব্রিটিশ কাউন্সিলের সাবেক ট্রেইনার ইঞ্জিনিয়ার নাইম হোসেন ও পাবনা শহর ছাত্রশিবিরের গোলাম রহমান জয় প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইনের ওপর বক্তব্য দিয়ে বক্তারা বলেন, তোমাদের ভালো কিছু করতে হবে এই ধারণা পোষণ করতে হবে। তোমাদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখতে হবে। এবং সেটা বাস্তবায়ন করতে তোমাদের একটা রোডম্যাপ দরকার। আর সেটা বাস্তবায়নের জন্য উদগ্রীব হতে হবে।

তবে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের নারীসহ ৪ শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়