বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট

উজ্জ্বল অধিকারী: “জলবায়ু অভিযোজনে গ্রামীন নারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। এসময় মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার বড়ধুল ইউনিয়নের কীর্তিখোলা মাঠে দিবসটি পালন উপলক্ষ্যে মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) অর্থায়নে এ্যাম্বাসী অফ সুইডেন।

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগীতায় ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন, বড়ধুল ইউনিয়নের ইউপি সদস্য মো: আয়নাল হক, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি মো: আনসার আলী, ক্ষিদ্রচাপড়ী পুরুষ দলের দলনেতা মো: আইয়ুব আলী, এনডিপি’র প্রকল্প সমন্বয়কারী মোছা: আকতারী বেগম, প্রকল্প কর্মকর্তা মোছা: শারমিন আকতার, মহিলা ইউপি সদস্য মোছা: সাহেরা খাতুন প্রমুখ I

এসময় আরো উপস্থিত ছিলেন নারীদল, পুরুষদল, ইয়ুথ দল ও কিশোর-কিশোরীদল সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি হিসাবে তাদেরকে ক্ষমতায়ন ও উন্নয়নে সম্পৃক্ত করার দাবী জানান। অনুষ্ঠান শেষে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়