মানিকগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


মানিকগঞ্জ প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মশালা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় উপজেলার সামগ্রিক সড়ক উন্নয়ন কৌশল ও অগ্রাধিকার ভিত্তিক নির্মাণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাটুরিয়া উপজেলা হলরুমে সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ কর্মশালা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। তিনি গ্রামীণ অর্থনীতির বিকাশে উন্নত সড়ক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানের সাবলীল সঞ্চালনায় এলজিইডির পক্ষ থেকে উপজেলার ৪৬.২৯ কিলোমিটার গ্রামীণ সড়কের সমন্বয়ে গঠিত ‘কোর রোড নেটওয়ার্ক’ সম্পর্কিত একটি বিস্তারিত মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। জানানো হয়, এই নেটওয়ার্কের আওতাধীন সড়কগুলো পর্যায়ক্রমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে নির্মাণ করা হবে।
সড়ক উন্নয়নের এই পরিকল্পনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের প্রধানগণ সক্রিয়ভাবে অংশ নেন। তারা গ্রামীণ সড়ক নেটওয়ার্কের সুষ্ঠ বাস্তবায়ন ও অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে নিজেদের মূল্যবান মতামত ও সুপারিশ তুলে ধরেন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বেটস টিম লিডার মহিদুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম নূরুল হক, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলীনুর বকস রতন, বরাইদ চেয়ারম্যান গাজী আব্দুল হাই, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, ধানকোড়া চেয়ারম্যান মো. আব্দুর রউফ, তিল্লি ইউপি চেয়ারম্যান শরিকুল ইসলাম ধলা। সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
এই কর্মশালার মাধ্যমে সাটুরিয়ার গ্রামীণ সড়ক উন্নয়ন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা এলাকার জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।