পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, হুগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন এবং সাংবাদিক হাবিবুর রহমান।
বক্তারা বলেন, “সচেতনতা ও প্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে নিয়ে অগ্নিকাণ্ড দ্রুত নিবারণের উপর বাস্তবভিত্তিক মোহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।