সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (৮ অক্টোবর) রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির (সাভার সার্কেল)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স অংশ নিয়ে অভিযান চালান।এসময় ৬ কেজি গাঁজাসহ মো. হামিদুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হামিদুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাড়িয়াটারী এলাকায়। তার পিতা মৃত আ. হাকিম এবং মাতা হামিদা বেগম।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়