সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা’র নতুন কমিটি গঠন

মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা” (পুসাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৬) অনুমোদন করা হয়েছে।

০৪ অক্টোবর (শনিবার) নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রাসেল মাহমুদ (২০–২১ সেশন) সভাপতি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মিয়া (২১–২২ সেশন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটির মূল লক্ষ্য হলো বারহাট্টা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও যোগাযোগ স্থাপন করা, নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখা।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (১২ জন),মেহেদী হাসান হিরন (রাবি), পলাশ মিয়া (বেরোবি), মোঃ সৌরভ (রাবি), সাদেকুর রহমান (ঢাবি), মুন্না (জাবি), সানারুল হক টিটু (জাককানইবি), প্রান্ত গুন (কুয়েট), মোমেন আহমেদ (জাককানইবি), রাহাত হাসান হৃদয় (শাবিপ্রবি), আল-আমীন সিদ্দিকী (জাবি), সাদমান সাকির সুমন (নেত্রবি) ও মেহেদী সোহাগ (জাবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন (১৪ জন), মাসুম বিল্লাহ (চবি), ফারজানা সাজনীন অর্চি (ঢাবি), সুপর্ণা দত্ত মাটি (জবি), মোঃ রাসেল কবির (মামেক), মোঃ তমাল আকন্দ (সসমেক), মোঃ রবিউল হাসান (বুয়েট), মোঃ নাজমুল ইসলাম রিয়াদ (জাবিপ্রবি), দ্বীপ সরকার আকাশ (জাককানইবি), মিস্টার রাজন (মাভাবিপ্রবি), হাসিবুল হাসান রিয়াদ (চবি), মশরুর আহমেদ সিয়াম (নেত্রবি), মহিবুর রহমান নয়ন (ইউনানি), ওমর সাঈদ নাঈম (পবিপ্রবি) ও মুনতাসীর আহম্মদ খান (জাককানইবি)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন(৭ জন), হাবিবুর রহমান সুমন (চবি), আমানউল্লাহ খান (জাবি), ফজলে রাব্বি শেখ (জবি), আল আমিন (শাবিপ্রবি), জিলানী হাসান (জবি), মোঃ রাসেল (বাকৃবি) ও মোঃ সাহারুপ হাসান আকাশ (হাবিপ্রবি)।

এছাড়াও অন্যান্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক – মোঃ সানোয়ার হোসেন (জাককানইবি)
উপ-দপ্তর সম্পাদক – রাইয়ান সরকার (রাবি)
প্রচার সম্পাদক – মেহেদী হাসান (রাবি)
উপ-প্রচার সম্পাদক – সাদিয়া জাহান তুরাবী (কুয়েট)
অর্থ সম্পাদক – ইশতিয়াক আহমেদ হিরা (রাবি)
উপ-অর্থ সম্পাদক – হৃদয় সূত্রধর (জাককানইবি)
ক্রীড়া সম্পাদক – আসাদুজ্জামান আকন্দ (শাবিপ্রবি)
সাংস্কৃতিক সম্পাদক – রিফাত হাসান (জাবি)
সাহিত্য সম্পাদক – তারেক মাহমুদ (ঢাবি)
আইন সম্পাদক – শুভ হাসান (বেরোবি)
প্রকাশনা সম্পাদক – সৌরভ আহমেদ (জবি)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক – মোঃ সিফাত খান (জাককানইবি)
পাঠাগার সম্পাদক – মোঃ সালমান ফকির (চবি)
শিক্ষা ও গবেষণা সম্পাদক – এ.কে.এম. আল বাসার (চবি)
ধর্ম সম্পাদক – সজিব হাসান (চবি)
স্বাস্থ্য সম্পাদক – শাহানুর মজুমদার (ডামেক)
ছাত্রকল্যাণ সম্পাদক – মোঃ এনামুল হক (শাবিপ্রবি)
ছাত্রীকল্যাণ সম্পাদক – সাহিদা আক্তার (নেত্রবি)
সমাজকল্যাণ সম্পাদক – জয় মিয়া (জাবিপ্রবি)
আপ্যায়ন সম্পাদক – সামিরা সুলতানা (চবি)
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক – ইশতিয়াক আহমেদ জয় (কুয়েট)
কৃষি সম্পাদক – তপন চন্দ্র দাস (ববি)
পরিবেশ সম্পাদক – ফাহিমুজ্জামান সাঈম (সসমেক)
টেকসই উন্নয়ন সম্পাদক – ওমর সুয়েব নাদিম (পাবিপ্রবি)
ভ্রমণ সম্পাদক – তাওয়াবুর রহিম (চবি)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন (১১ জন), মনির (জবি), অনিক (শাবিপ্রবি), প্রিয়াম (শাবিপ্রবি), মারুফ (ববি), রাহাত (রাবি), মুন্না (নোবিপ্রবি), ঊর্মি (মেডিক্যাল), রাতুল (বুয়েট), মাওনা (ঢাবি), বর্ণালী (জাককানইবি) ও মুন (জবি)।

পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক পাবলিকিয়ানরাও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি শেখ রাসেল মাহমুদ বলেন, “পুসাব বারহাট্টার শিক্ষার্থীদের মিলনমেলা। আমরা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই, যাতে বারহাট্টা উপজেলাকে আরও শিক্ষিত ও সচেতন করা যায়।”

সাধারণ সম্পাদক মাসুম মিয়া বলেন, “এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সবাই একে অপরের সহায়ক হবে। আমাদের লক্ষ্য একতাবদ্ধ, শিক্ষিত ও সচেতন বারহাট্টা।

গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ এক বছর। বার্ষিক সাধারণ সভায় কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করার মাধ্যমে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী কমিটি গঠন করা হবে।

মো

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়