রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ-সার বিতরণ


রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শাকসবজির বীজ-সার বিতরণ করা হয়েছে।গত ৮ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় রাউজান কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।
সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল। বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল মোস্তফা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু শংকর দে, মোঃ নাজিম উদ্দীন, সিকু কুমার বড়ুয়া, ইমরান হোসেন।
এ সময় অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলার ৩৫০ জন কৃষকের মাঝে উফসী সবজির বীজ-সার, ৭০০ জন কৃষক-কৃষাণীকে হাইব্রিড বীজ ও সারসহ উপজেলার ১০৫০ জন কৃষক-কৃষাণীর হাতে বীজ ও সার প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বর্তমানে যে জমিগুলো অনাবাদি আছে কৃষি অফিসের সহযোগিতায় সেগুলোতে শাক-সবজির আবাদ গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, পতিত জমিতে ফলন করে একদিকে যেমন নিজেদের চাহিদা পূরণ হয় অপরদিকে উৎপাদিত শাক-সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।