মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাস্ট্র কাঠামো মেরামতের  ৩১ দফা প্রচারে তৃনমুলে ছুটেছেন নওগাঁ জিয়া সংসদের আহবায়ক সেতু মৈত্র 

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের  ৩১ দফা প্রচারে তৃনমুলে ছুটে বেড়াচ্ছেন নওগাঁ জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র।

নওগাঁ সদর কোমাইগাড়ী বাইপাস ব্রিজ মোড়ে  জনসাধারণের ও ব্যবসায়ীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার এবং গণসংযোগ করেন।

এ ছাড়াও তিনি প্রতিদিন নওগাঁ সদরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর সদস্য মৃন্ময় দাস দ্বীপ, মোঃ তারেক রহমান,নওগাঁ সদর থানার জিয়া সংসদ এর সভাপতি খন্দকার আব্দুর রশীদ হারুন,  সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজিদ, সাধারণ সম্পাদক মোঃ আক্তার ফেরদৌস রানা,  সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন,দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপনসহ জেলা ও থানার নেতৃবৃন্দ ।

লিফলেট বিতরণ করার সময়ে সেতু মৈত্র  বলেন,  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অভাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।

স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়