বাগাতিপাড়ায় এক রাতের ঘটনায় মাছচাষীর স্বপ্ন নষ্ট


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে মাছচাষ শুরু করেছিলেন স্থানীয় ভ্যানচালক শাহিন আলী (৩৫)। কিন্তু বুধবার (৭ অক্টোবর) রাতে দুর্বৃত্তদের অমানবিক কর্মকাণ্ডে তার পুকুরের সব মাছ মেরে ফেলা হয়, আর সঙ্গে ভেসে যায় তার পরিশ্রমের ফল ও স্বপ্ন।
দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারীর ফকিরপাড়া এলাকায় পাঁচ বছরের জন্য দুইটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন শাহিন আলী। পুকুরে পাঙ্গাস, শিং, টেংরা, তেলাপিয়া ও অন্যান্য প্রজাতির মাছ ছিল। পাঙ্গাস ছিল প্রায় ৭ হাজার, শিং মাছ প্রায় ৪০ হাজার, এবং অন্যান্য মাছসহ মোট বিনিয়োগ হয়েছিল ছয় লাখ টাকার বেশি। মাছগুলো বড় হলে বিক্রি করে তিনি ১২-১৩ লাখ টাকার উপার্জনের আশা করেছিলেন।
শাহিন আলীর পরিবার জানিয়েছে, রাত ১১টার দিকে পুকুর দেখার পর তারা ঘুমাতে যান। সকালে জানতে পারেন, কেউ বা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিষ দিয়ে পুকুরের সব মাছ ধ্বংস করেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষী সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শাহিন আলী খুব পরিশ্রমী; দিনে ভ্যান চালান, এবং অবশিষ্ট সময়ে পুকুরের যত্ন নেন। এই অন্যায় ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক নাজনীন আখতারি জানিয়েছেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।