মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সেনাবাহিনীর মানবিক সহায়তায় নিজ পাড়ায় ফিরলেন মিজোরাম ফেরত বম পরিবারের ৫ সদস্য

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আবারও এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সেনাবাহিনীর সহযোগিতায় ভারতের মিজোরাম রাজ্য থেকে ফিরে নিজ পাড়ায় ফিরেছেন থানচি উপজেলার বম সম্প্রদায়ের এক পরিবার।

সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে পরিবারের প্রধান লাল মুন খুব বম (৫৫) তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতিকে নিয়ে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন থানচির বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে উপস্থিত হন।

যাচাই-বাছাই শেষে সেনাবাহিনীর সদস্যরা পরিবারটির হাতে মানবিক সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ৮ কেজি আটা, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল ও ১ কেজি চা পাতা। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের নিরাপদে নিজ পাড়ায় ফেরার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ মে কেএনএফ আতঙ্কে পরিবারটি ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছিল। দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পর গত ১ অক্টোবর তারা রাঙামাটির হরিনা সীমান্ত হয়ে দেশে ফিরে বান্দরবানে আসে।

এক সেনা কর্মকর্তা বলেন,

“আমরা শুধু নিরাপত্তা নয়, মানবিক দায়িত্বও পালন করছি। কেউ যেন ভয় বা অনিশ্চয়তায় ভুগে নিজ মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য না হয়, সেটাই আমাদের অঙ্গীকার।”


স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের সহায়তা শুধু একটি পরিবারকেই নয়, পুরো পাহাড়ি সমাজকেই আস্থা ও আশার নতুন আলো দেখাবে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়