রক্ষিতগুহ পাড়ায় শ্যামা সংঘের উদ্যোগ ২৩ অক্টোবর থেকে বার্ষিক মহোৎসব শুরু


রয়েল দত্ত,রাউজান প্রাতিনিধি: দক্ষিণ রাউজানে রক্ষিত গুহপাড়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী মাতৃমন্দির প্রাঙ্গনে ৪৩ তম বার্ষিক মহোৎসব আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে অধিবাস কীর্তন,অষ্টপ্রহরব্যাপী মহোৎসব, মায়ের পূজা,ভোগ আরতি,প্রসাদ বিতরণ,আরতি সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারের উৎসবে প্রধান পুরোহিত্য করবেন কেশব চক্রবর্তী, সহকারী পুরোহিত্য করবেন সঞ্জয় চক্রবর্তী।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডা. সূবর্ণ রক্ষিত।শ্যামা সংঘের সভাপতি অপরূপ রক্ষিত, সাধারণ সম্পাদক নিপুল কান্তি দে, অর্থ সম্পাদক মিটু দাশ, কাজল রক্ষিতসহ শ্যামা সংঘের সহযোগিতায় ইতোমধ্যে গঠিত হয়েছে, উৎসব উদযাপন পরিষদ ২০২৫।এই উৎসব উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন টিপু কান্তি দাশ।সিনিয়র সহ-সভাপতি জগদীশ চন্দ্র দে (মাস্টার) এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন খোকন দে (নিপু), পিন্টু দে, সুব্রত দে ও অমিত রক্ষিত।সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিপ্লব মল্লিক।
এছাড়া পরিষদের বিভিন্ন পদে রয়েছেন সুমন সেন, নান্টু দে, শিমুল দে, প্রণব দাশ, উজ্জ্বল দে, চন্দন দে, সুমন দে, শ্যামল দে, অর্ঘ্য দাশ (তীর্থ), রিগ্যান দে, কাঞ্চন দে, সুজন দে প্রমুখ।
উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।এই মহতী অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।