আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার জেরে ওসি’র বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে চার নেতা আটক


আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ ও মামলা হয়েছে। এ ঘটনায় তিনজন এজাহারনামীয় ও একজন অজ্ঞাত একজন আসামিসহ চার বিএনপি নেতাকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সম্প্রতি খন্দকার নাসির গ্রুপের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বল হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় আহত বনি আমিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ
ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।এ ঘটনার পরপরই মামলার প্রতিবাদে ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে অভিযোগ এনে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন ঝুনু গ্রুপের নেতাকর্মীরা। মানববন্ধনের প্রস্তুতি কালে রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশের মোড় থেকে পুলিশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ চারজনকে আটক করে।
আটকরা হলেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০),উপজেলা যুবদল কর্মী রমজান মোল্লা (৩৩), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী (৩৫) এবং
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন,একটি মারামারির মামলায় তিনজন এজাহারনামীয় আসামিসহ মোট চারজনকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলফাডাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।