শাহজালালে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, স্বচ্ছ তদন্তের আহ্বান


সংবাদের আলো ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ ধরনের দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।
শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি।
পোস্টে তিনি লিখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল, এবং আমি আন্তরিকভাবে আশা করছি—সবাই নিরাপদ আছেন।
তিনি উল্লেখ করেন, আমি ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য উদ্ধারকর্মীদের সাহস ও দ্রুত পদক্ষেপের প্রশংসা জানাই। তারা যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অগ্নিনির্বাপণে অংশ নিয়েছেন, তা জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়। বিশেষ করে সম্প্রতি আগুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রাম ইপিজেডের কারখানা এবং মিরপুরে তৈরি পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।