কালিয়াকৈরে তিন দিন পর ঘাটাখালি নদীতে তন্ময়ের মরদেহ উদ্ধার


পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ব্রীজ এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ঘটনায় তিনদিন পর শনিবার সকালে উপজেলার বরিয়াবহ এলাকার ঘাটাখালি নদী থেকে তন্ময়ের ভাস্যমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
এর আগে শুক্রবার সকালে তুরাগ নদী থেকে অংকিতা মনিদাস এর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় সকালে সাড়ে আটটার দিকে তন্ময়ের মরদেহ নদীতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয় এলাকাবাসী।পরে তন্ময়ের স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন পরে বিষয়টি কালিয়াকৈর থানায় অবগত করলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন তন্ময়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।