রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে মহিলা আ’লীগের সভাপতিকে গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

পূনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় শুক্রবার দুপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার জুম্মা নামাজবাদ এলাকাবাসীর পক্ষে রইজউদ্দিন মাত্ববরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন হাবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সামিউল হক, সাধারন সম্পাদক ফরিদ হোসেন, বেলায়েত উদ্দিন মাষ্টার, মাওলানা আশরাফ উদ্দিন, সাইফুল ইসলাম, মালেক উদ্দিন মন্ডল, ভুক্তভোগী রেনু বেগম প্রমুখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা খালেক দলের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় সাধারন মানুষকে অনেক নির্যাতনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বন বিভাগের লোকজনের সাথে মিলে মিথ্যা মামলা বানিজ্যেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বক্তারা আরো বলেন রেনু বেগম নামের এক ব্যক্তির জায়গা এতোদিন জোর পূর্বক দখল করে ভোগ করে আসছিলো।

এনিয়ে প্রতিবাদ করতে গেলে কয়েকদিন আগে সাধারন মানেুষের নামে মিথ্যা চাদাবাজির মামলা দেয়। হাসিনা খালেকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তার পরেও সে ক্ষমতা খাটিয়ে সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা অতিলম্বে এর বিচার ও গ্রেফতারের দাবি জানাই।এসময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক গ্রামবাসী এতে অংশ নেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়