সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে: অর্থ উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) বাজেট দেবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।

প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়