সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চাকসু নির্বাচনে এবার প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় ডোপ টেস্টের রিপোর্টও জমা দিতে হবে। ডোপ টেস্টে ফল পজিটিভ হলে সরাসরি বাতিল হবে প্রার্থিতা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই ৩ দিন মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলমান থাকবে।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আগামী ৩ দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই ৩ দিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৩৫০ টাকা ফি দিয়ে ডোপ টেস্টের নমুনা জমা দিতে হবে। ফলাফল প্রমাণ করবে, প্রার্থী মাদকমুক্ত কি না।

তিনি আরও বলেন, যাদের ডোপ টেস্টে পজিটিভ ফলাফল আসবে, তাদের প্রার্থিতা তৎক্ষণাৎ বাতিল করা হবে। ছাত্র নেতৃত্বে যেন কোনো মাদকাসক্ত না আসে, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা বলছেন, আগে আবাসিক হলে সিট বরাদ্দের সময়ও ডোপ টেস্টের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কখনোই কার্যকর হয়নি। তবে এবার যেন চাকসু নির্বাচনে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হয়, সে দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, একজন ছাত্রনেতাকে আগে নিজের জীবনচর্চায় মাদকমুক্ত হতে হবে। তারপরই সে নেতৃত্বের যোগ্য।

গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিন দিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়