পাবনায় নকল বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


সঞ্জিত চক্রব্তী, পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর বাজারে নকল ফসটার ক্লার্ক ব্র্যান্ডের বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দক্ষিণ রাঘবপুর বাজারের এস এম ফুড নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির তৈরি নকল বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অভিযানে সহায়তা করে পাবনা জেলা পুলিশের চৌকস একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নকল পণ্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।