রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাকসু নির্বাচনে বামপন্থী সংগঠন ও প্রগতীশীল প্রার্থীদের নিয়ে ৫ সদস্যর “সংশপ্তক পর্ষদ” নামে প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাকসু নির্বাচনে বামপন্থী সংগঠন ও প্রগতীশীল প্রার্থীদের নিয়ে ৫ সদস্যর “সংশপ্তক পর্ষদ” নামে প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের প্রার্থীরা। প্যানেলে জাহিদুল ইসলাম ইমনকে সাধারন সম্পাদক ও সোহাগী সামিয়াকে যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী মনোনীত করা হয়।

দুপুরে শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল পরিচিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবী তুলে ধরেন তানজীল আহমেদ ও সোহাগী সামিয়া।   এসময় তারা অভিযোগ করেন অভুন্থান পরবর্তী সময়েও শিক্ষা ব্যবস্থায় এখন পর্যন্ত সংস্কার হয় নি।

সে সব দিক বিবেচনায়- শিক্ষাখাতে বাড়তি ফি আদায় বন্ধ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, ৫০ শয্যার হাসপাতাল, খাবারের মান উন্নোয়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ সংশোধন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির উন্নয়ন, জাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করাসহ ১৩ দফা দাবী তুলে ধরেন তারা। এছাড়া জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন না করে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবী জানান তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়