২০২৬ সালেই ৪টি আবাসিক হল ও ৪ একাডেমিক ভবন উদ্বোধন: কুবি উপাচার্য


মো: আলী আকবর, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬ সালের মধ্যেই ৪টি আবাসিক হল ও ৪টি একাডেমিক ভবন উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। একইসঙ্গে তিনি জানান, ২০২৭ সালের মধ্যে নতুন ক্যাম্পাসে ১ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্টে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারণ এত সুন্দর একটি প্রোগ্রাম ভাড়া করা অডিটোরিয়ামে করতে হচ্ছে। ২০২৭ সালের মধ্যেই তোমাদের নতুন ক্যাম্পাসে প্রায় ১ হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হবে। ২০২৬ সালেই ৪টি হল ও ৪টি একাডেমিক ভবন উদ্বোধন করা হবে। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্র, তাই তোমাদের বলা যায় সবচেয়ে ভালো মানুষ।
আমার একটাই পরামর্শ তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো মানুষ হও।” প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ৪০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ে বিভিন্ন জটিল অ্যালগরিদম ও প্রোগ্রামিং সমস্যার সমাধান প্রদানে অংশ নেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।