রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাকসু নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

সংবাদের আলো ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

এর আগে, গতকাল বুধবার আপিল শুনানির পর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া ১৩ জন তাদের প্রার্থিতা ফিরে পান। এর মধ্য দিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাড়ায় ২৬৯ জন।

আগামীকাল ২৯ আগষ্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে শুরু হবে প্রচার-প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এদিকে, জাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ঠেকাতেও সতর্ক থাকার কথা জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়