রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ডাকসুতে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধি ভোটাররা

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধি ভোটাররা। এর জন্য আগামী ২৬ আগস্টের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে কিছু সংখ্যক ব্যালট পেপার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী/ভোটার ব্রেইলে ভোটদানে ইচ্ছুক, তাদেরকে কেন্দ্রীয় ছাত্রসংসদের জন্য নির্বাচন কমিশন বরাবর এবং হল সংসদের জন্য আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর আগামী ২৬ আগস্ট এর মধ্যে আবেদন অথবা সরাসরি যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়