রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্যের দায় নিতে হবে ফজলুকে: বাগছাস

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায় নিতে হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে। একইসাথে, তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

তারা বলেন, তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। জুলাইয়ের পক্ষ ও আওয়ামী পক্ষ, দুই পক্ষকেই রাখতে চান তিনি। জুলাই আন্দোলনকারীরা রাজাকার হলে তারেক রহমানও রাজাকার। আমরা কালো শক্তি হলে বিএনপির ১৭ বছরের আন্দোলনও কালো শক্তির আন্দোলন।

বিএনপির করা শোকজকে স্বাগত জানিয়ে বাগছাস নেতারা বলেন, ফজলুর রহমান তার দলকে বিতর্কিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, তারেক রহমান দেশে এসে দলকে নিয়ন্ত্রণ করুন অথবা এদের বিলুপ্ত করুন।

নেতারা আরও বলেন, প্রয়োজনে ছাত্র-জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। জুলাইয়ের শক্তি এখনও শেষ হয়ে যায়নি। তার (ফজলুর রহমান) মতো একজন কীভাবে খালেদা জিয়ার উপদেষ্টা হয়, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তার মানসিক সমস্যা থাকলে সুচিকিৎসার ব্যবস্থা করুন।

এ সময় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

এর আগে, এক টিভি চ্যানেলের টকশোতে ফজলুর রহমান গত বছর ৫ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেন। তার ভাষায়– এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ‘কালো শক্তি’ জামায়াত।

এরপর ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিকমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়