সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শুল্ক বাধা কাটিয়ে হিলি বন্দরে ভারতীয় চালের ঢেউ, কমছে দাম

সংবাদের আলো ডেস্ক: শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে। চলছে বেচাকেনাও।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) একদিনেই এই বন্দর দিয়ে ৯৮ ট্রাকে ৪ হাজার ২শ’ টন চাল আমদানি হয়েছে। গত ৯ দিনে এসেছে ৩৩২ ট্রাকে প্রায় ১৫ হাজার টন চাল।

আমদানি বাড়ার সাথে সাথে দামও কমছে দু-এক টাকা করে। গত তিন দিনে দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা।

সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের শম্পা চাল। প্রথম দিকে হিলি বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি সরু জাতের শম্পা চাল ৭২ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬৯ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে। আমদানিকরা এসব চাল স্থানীয় বাজারের পাশাপাশি সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়