মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীতে ভাইরাল ভিডিওর ঘটনাস্থলে ইউএনও’র সরজমিন পরিদর্শন

মোঃ শাকিল মিয়া শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শেখ জাবের আহম্মেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: হামিদ উল্লাহ তালুকদার এবং শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার সদস্যরা।

জানা যায়, ভিডিওটি ধারণ করে মো: খোকন (১৮), যিনি ওই পরিবারের সদস্য। তার মা ও প্রবাসী মামার (সৌদি আরব) কাছে পাঠানোর উদ্দেশ্যে তিনি ভিডিওটি নিজের স্মার্টফোনে ধারণ করেন। কিন্তু পরবর্তীতে ভুলবশত তা ফেসবুকে পোস্ট হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ভিডিওটি ডিলিট করেন।

ঘটনাটি নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায় এবং ভুক্তভোগী পরিবারের মানসিক স্বাস্থ্যের যেন ক্ষতি না হয় – এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান। তিনি বলেন, “এই পরিবারটি যেন কোনোভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও সকলের প্রতি অনুরোধ জানান, “এমন পরিস্থিতিতে আমাদের মানবিক হয়ে পাশে দাঁড়ানো উচিত, অনাকাঙ্ক্ষিত গুজব বা মন্তব্য না করে সহানুভূতির হাত বাড়ানোই সামাজিক দায়িত্ব।”

স্থানীয়ভাবে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ ও মানবিক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়