মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামালপুরে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার 

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের অন্তর্গত রাজিবদিয়া গ্রামে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। সরকারি কোনো বরাদ্দ ছাড়াই গ্রামবাসীরা নিজ খরচে, স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামটির পশ্চিম পাশে অবস্থিত একটি ২০ লিংক মাপের ইউনিয়ন পরিষদের সড়ক, যা মৃত সুলতান মন্ডলের বাড়ি পর্যন্ত পৌরসভার শেষ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি দিয়ে অন্তত ৫০টি পরিবারের প্রতিদিনের চলাচল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, বর্ষা মৌসুমে এটি কাদাময় হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে উড়তে থাকে ধুলাবালি। এ বিষয়ে এলাকাবাসী জানান, সরকারি সহায়তার জন্য বহুবার আবেদন করেও কোনো কার্যকর সাড়া মেলেনি।

ফলে আর অপেক্ষা না করে নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। গ্রামের নারী-পুরুষ একত্রে কাজ করছেন। রাস্তার উপর ইটের গুঁড়া (সুরকি) ফেলে ধাপে ধাপে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন নাগরিক সুমন, শাকিল, কবির, বিপুল, নাসিমা আক্তার, নাজনীন আক্তার, নাহিদা পারভীনসহ আরও অনেকে। তারা জানান, “সরকারের দৃষ্টি এখানে আসুক আমরা তা চাই — তবে তার আগেই আমরা নিজেদের চলার পথ নিজেরাই তৈরি করছি।

” রাজিবদিয়া গ্রামটি চারটি প্রশাসনিক সীমানার মাঝখানে অবস্থিত — পূর্বে মহাদান ইউনিয়ন, পশ্চিমে সরিষাবাড়ী পৌরসভা, উত্তরে সাতপোয়া ইউনিয়ন। এই অবস্থানের কারণেই গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, সরকার ও প্রশাসনের নজর যেন অবিলম্বে এই গ্রামটির প্রতি পড়ে এবং ভবিষ্যতে যেন তারা ন্যায্য উন্নয়ন সুবিধা পান — সেই প্রত্যাশাই করছেন সকলে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়