মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

সাইদুল ইসলাম আবির: সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানার সভাপতিত্বে ও পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, ধানগড়া ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বরত এস আই নীলকমল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, চাঁদাবাজ, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়