তাড়াশ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম সরকার ইন্তেকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম সরকার রাত:৩:০০ঘটিকার সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর । তিনি ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মৃত শামীম সরকারের ভগ্নীপতি ফরহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মজীবনে তিনি ছিলেন, ব্যবসায়ী ,সমাজসেবক ও রাজনীতিবিদ।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর জানাযা নামাজ শেষে তাঁকে তাড়াশ কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।