জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পূর্বধলায় বাবুল আলম তালুকদার এর নেতৃত্বে বিজয় মিছিল


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
বিজয় মিছিলটি পূর্বধলা পাটবাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঠবাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপজেলার পাট বাজারে সমবেত হন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন ফকির।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতাক আহমেদ বাবু, আনারুল ইসলাম তালুকদার আনার, মো. রুহুল আমিন ফকির, আতিকুর রহমান রনক, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ উদ্দিন তালুকদার, যুবদলের আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, আব্দুল্লাহ আল হেলালি, মাহবুব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হাসান মানার, যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার ও জাকির হোসেন জুয়েল, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান কবীর পাপ্পু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্ট এই দেশে গণতন্ত্রের বিজয়ের দিন। স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠিত হয়। বিএনপি এই দিনে নতুন প্রত্যয় নিয়ে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ।”
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।