রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজয় মিছিলটি বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা বলেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে, শুরু হয় নতুন যাত্রা। জনগণের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এক বিজয়ের দিন। দিনটি সরকারিভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। বক্তারা জানান, সে সময়ের আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি গোলাম সাকলায়েন চঞ্চল, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, জামতৈল ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল লতিফ, রায়দৌলত ইউনিয়নের সাবেক সভাপতি লুৎফর রহমান, ভদ্রঘাট ইউনিয়নের সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, ঝাঐল ইউনিয়নের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম,

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, নেতা সোহেল মাহমুদ খান, যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়