আমরা কখনোই নৈরাজ্যের রাজনীতি করি নাই – গোলাম মাওলা খাঁন বাবলু
উজ্জ্বল অধিকারী: আমরা কখনোই নৈরাজ্যের রাজনীতি করি নাই, আমাদের কেউ এ তকমা দিয়ে পার পাবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খাঁন বাবলু। সোমবার (৪ আগষ্ট) বিকেলে উপজেলার শেরনগর মধ্যপাড়া নিজ বাড়িতে ২৪ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি তার বক্তব্যকালে একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সৈরাচারের দোষর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর অনেকেই এই এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত হয়েছে। যার অনেক অভিযোগ আমাদের কাছে রয়েছে। আমার চাচা মোহাম্মদ শহীদুল্লাহ্ খাঁন বিএনপির এই আসনের নির্বাচিত এমপি ছিলেন।
তাই আমরা ছোট বেলা থেকে পারিবারিক ভাবে বিএনপি’র রাজনীতির সাথে জড়িয়ে রয়েছি । আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী ও বেগম খালেদা জিয়া দেখানো পথে রাজনীতি করে আসছি। তারুণ্যের প্রতীক তারেক রহমানকে লালন করে বিএনপির রাজনীতি করে আসছি।
গোলাম মাওলা খাঁন বাবলু আরও বলেন, গনঅভ্যুত্থানের পর যারা বিএনপির নামে চাঁদাবাজি ও লুটপাট করেছে তারা প্রকৃত পক্ষে বিএনপি করে না। রাজনীতি শুরু থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বা আমার সাথে যারা বিএনপির রাজনীতি করে আসছে তারা কখনোই চাঁদাবাজি বা মানুষের ক্ষতি করেনি।
কেউ কখনো বলতেও পারেনি আর পারবেও না। এসময় তিনি তার বক্তব্যে জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সাধারণ আসলামে শেখের সঞ্চলনায় আলোচনা সভায় উপজেলা তাঁতি দলের সভাপতি শাহ আলম মেম্বার, সাধারন সম্পাদক সেলিম রেজা, পৌর তা্তি দলের সাধাারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২৪ এর জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।