আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সহ মাদকাসক্ত ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে মো. আলামিন(২৬) নামে এক ব্যক্তিকে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম রাহানুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুড়িয়া গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে, এম রাহানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদকদ্রব্য বহনের অপরাধে তাকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আসামি আলামিনকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সুধী সমাজের আপামর জনসাধারণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।